আপনজন ডেস্ক: ক্লাব ফুটবলে কখনোই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সতীর্থ হিসেবে পাননি নেইমার। মাঠে তাঁদের দেখা হয়েছে প্রতিপক্ষ হিসেবেই। রোনাল্ডোর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ লিওনেল মেসির সঙ্গেই বন্ধুত্ব নেইমারের, সেটি মাঠের বাইরেও। সেই নেইমার বন্ধু মেসির মতো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ না দিয়ে হাঁটলেন রোনাল্ডোর পথে, যোগ দিলেন সৌদি প্রো লিগে।লা লিগায় থাকাকালে নেইমার ও রোনাল্ডো খেলেছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নামের দুই ‘বৈরী’ ক্লাবে। বৈরিতার মাত্রা অতটা না হলেও সৌদি আরবে নেইমারের আল হিলাল ও রোনাল্ডোর আল নাসরও বড় প্রতিদ্বন্দ্বীই। তবে আল হিলালে যোগ দেওয়ার পর সবার আগে সৌদি প্রো লিগের সবচেয়ে বড় তারকার প্রশংসাই করলেন নেইমার। ৯ কোটি ইউরোতে ‘হিলালি’ বনে যাওয়া নেইমার বললেন, ‘পাগল’ রোনাল্ডোর কারণেই সৌদি আরবে গেছেন তিনি।৩১ বছর বয়সী নেইমার ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটিতে গত পরশুই যোগ দিয়েছেন। ব্রাজিলের সান্তোস, স্পেনের বার্সেলোনা ও ফ্রান্সের পিএসজি—ক্লাব ফুটবলের বিখ্যাত তিন ক্লাবে খেলার পর এই বয়সেই কেন আল হিলালের মতো ‘অখ্যাত’ ক্লাবে গেলেন, সেই ব্যাখ্যা দিতে গিয়েই রোনাল্ডোর প্রসঙ্গ টেনেছেন নেইমার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct