আপনজন ডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্যের জেরে মধ্যপ্রদেশে পুলিশের গ্রেফতারির বিরুদ্ধে অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদের আর্জির শুনানি করতে সোমবার রাজি হল সুপ্রিম কোর্টে। সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল অধ্যাপক মাহমুদাবাদের পক্ষে উপস্থিত হয়ে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের সমন্বয়ে গঠিত দুই বিচারকের বেঞ্চকে বলেন, তাকে তার দেশপ্রেমী মন্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছে এবং স্পষ্ট করেন, তার মন্তব্য সম্পূর্ণরূপে ভুল বোঝা হয়েছে। মামলা শুনানির জন্য তালিকাভুক্ত করার অনুরোধ জানান। সিবালের কথা শোনার পর, শীর্ষ আদালতের বেঞ্চ জানায় যে তারা ২০ বা ২১ মে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করবে। অন্যদিকে, গত রবিবার গ্রেফতার হওয়া অধ্যাপক আলি খান মাহমুদাবাদের সমর্থনে হাজারেরও বেশি শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ইতিহাসবিদ একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে প্রসিদ্ধ ইতিহাসবিদ রোমিলা থাপার ও রামচন্দ্র গুহ, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, শিক্ষাবিদ নিবেদিতা মেনন ও রাম পুণিয়ানির মতো ব্যক্তিত্বরা রয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রফেসর খানের পোস্টগুলি একটি স্পষ্ট নৈতিক দৃষ্টিভঙ্গি পূর্ণ যা ভালো নাগরিক হওয়ার মানে কি, তা বোঝায়। প্রকৃতপক্ষে সত্যিকারের দেশপ্রেমিকের মতো কথা বলেছেন যিনি সৈনিক ও নাগরিকদের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct