মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বিচারব্যবস্থা ও আইনজীবীদের পেশাগত স্বাধীনতার উপর একের পর এক আঘাতের প্রতিবাদে মৌন মিছিল করল বর্ধমান জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার আদালত চত্বরে এই মৌন প্রতিবাদে অংশ নেন প্রায় সমস্ত সদস্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর হামলা এবং সাম্প্রতিক নানা ঘটনাকে কেন্দ্র করে তাঁরা এই প্রতিবাদ জানান।
গত ২৫ এপ্রিল বর্ষীয়ান আইনজীবী ও প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই উত্তাল রাজ্যজুড়ে আইনজীবী মহল। শুধু শারীরিক আক্রমণই নয়, আইনজীবীদের পেশাগত কাজের পরিসরে বারবার হস্তক্ষেপের ঘটনাকে ‘বিচার ব্যবস্থার স্বতন্ত্রতার উপর আঘাত’ হিসেবে দেখছেন তাঁরা।
সেই প্রেক্ষিতেই মঙ্গলবার বর্ধমান বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা কালো ব্যাচ পরে মৌন মিছিলে অংশ নেন।
মিছিলটি শুরু হয় টাউন হলপাড়া থেকে। সেখান থেকে বাদামতলা, কার্জন গেট ঘুরে মিছিল আদালত চত্বরে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া আইনজীবীরা হাতে কোনও ব্যানার বা পোস্টার না থাকলেও তাঁদের পরনে ছিল কালো ব্যাজ—যা নীরব অথচ দৃঢ় প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিবাদ নিছক একটি ঘটনার প্রতিক্রিয়া নয়। এটি এক বৃহৎ বার্তা—বিচার ব্যবস্থা, সংবিধান ও আইনজীবীদের পেশাগত স্বাধীনতার সম্মান রক্ষার ডাক। ভবিষ্যতে এই ধরনের হামলার পুনরাবৃত্তি হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলেও হুঁশিয়ারি দেন বার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব।
আইনজীবীরা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারব্যবস্থা ও তার সঙ্গে যুক্ত পেশাজীবীরা যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের ন্যায়বিচারের অধিকারও বিপন্ন হয়ে পড়বে। তাই সমাজের সকল স্তরের মানুষকে এই বিষয়ে সজাগ ও সোচ্চার হওয়ার আবেদন জানান তাঁরা।
বর্ধমান বার অ্যাসোসিয়েশনের এই প্রতিবাদ মিছিল বিচার ব্যবস্থার স্বাধীনতা রক্ষার দাবিকে আরও জোরদার করে তুলল—এমনটাই মত বিশিষ্টজনদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct