নিজস্ব প্রতিবেদক, তেহট্ট, আপনজন: নিজের দেহরক্ষীর উপর নিজের বাড়িতে এক রাউন্ড গুলি চালানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সাজিজুল হক শাহ ওরফে মিঠু। সোমবার সকালে ঘটনাটি ঘটে থানারপাড়ার ফাজিলনগর গ্রামে। থানারপাড়া থানার পুলিশ দেহরক্ষীর অভিযোগ পেয়ে অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে, তাছাড়াও তার বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করে। আগ্নেয় অস্ত্র নিয়ে পুলিশ কর্মীকে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা দান ও বেয়ানিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করে এদিন তাকে তেহট্ট আদালতে তোলা হয়। পুলিশের আবেদন মত বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত মিঠু করিমপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং করিমপুর ২ ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতিও । মিঠুর স্ত্রী মানোয়ারা বিবি শাহ আবার নারায়ণপুর ১ পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। এলাকাতে তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার তেহট্ট হাইস্কুলে তৃণমূল বিধায়ক তাপস সাহার স্মরণ সভায় এসেছিলেন সাজিজুল। কর্মসূচি শেষে বাড়ি যান। এরপর বাড়িতে মদ্য পান করার পর সেই সময় ফোনে কারোর সঙ্গে বচসা শুরু করেন। এরপর মদ্যপ অবস্থাতেই তার দেহরক্ষী তথা কনস্টেবল জাহাঙ্গীর আলমকে গালিগালাজ করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর মিঠুর বাড়ির একটি ঘরে রোজকার মতো শুয়ে পড়েন জাহাঙ্গীর। কনস্টেবল জাহাঙ্গীর আলম বলেন, “ভোরে মিঠু আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটে আসে। এরপর বাড়ির বাইরে যেতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও শরীরের কোথাও আঘাত লাগেনি।” তবে গুলি চালানোর ঘটনা অস্বীকার করে মিঠু। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মিঠু বলে, “আমাদের বাড়িতে সরকারি রক্ষী (পুলিশ) থাকে। আমি কি করে গুলি চালাতে পারি ? সব মিথ্যা। পুলিশই আমার বাড়িতে আমর্স নিয়ে গিয়ে আমাকে গ্রেফতার করেছে। আদালতে দেখা হবে।” মিঠুর স্ত্রী মানোয়ারা বিবি শাহ বলেন, “গুলি চালানোর কোন ঘটনাই ঘটেনি। এসব মিথ্যা। পরিকল্পনা করে করা হয়েছে।”
এ দিনের ঘটনা সম্পর্কে তৃণমূলের করিমপুর ২ ব্লক সভাপতি কার্তিক মন্ডল বলেন, “সমগ্র ঘটনা সম্পর্কে উচ্চ নেতৃত্ব সমস্ত বিষয়ে অবগত। আইন আইনের পথেই চলবে, এর বেশি কোন মন্তব্য করব না।” এসডিপিও (তেহট্ট) শুভতোষ সরকার বলেন,“মদ্যপ অবস্থায় দশ ফুট দূরত্বে আমাদের এক কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালায় মিঠু। এরপর সেই কনস্টেবলের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়েছে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct