সজিবুল ইসলাম,মুর্শিদাবাদ, আপনজন: ভয়াবহ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় জলঙ্গীর প্রায় সাত জনের প্রান হারালো করিমপুরে এমনি খবর উঠে আসছে।
হ্যা ঠিকই শুনছেন আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে। বাস-ইকোর মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে সূত্রে খবর। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ করিমপুরের কাঁঠালিয়া মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘা থেকে করিমপুরের দিকে যাচ্ছিল THE JOY RIDE নামের ওই এসি বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ইকো গাড়িকে সজোরে ধাক্কা মারে। বাসের ধাক্কায় সঙ্গে সঙ্গে গাছের সঙ্গে চেপ্টে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। জানা গেছে, ওই ইকো গাড়ির ভিতরে থাকা সাত জন যাত্রী ছিলেন তাদের সকলের মৃত্যু হয়েছে বলে সূত্রে খবর। মৃতদের মধ্যে একজন ১০ বছরের মেয়েও আছে। মৃতদের পরিচয় প্রাথমিক ভাবে মুর্শিদাবাদের জলঙ্গী বলে সূত্রে জানা যায় তবে সকলের বাড়ি কি জলঙ্গীতে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা স্থলে করিমপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছিয়ে মৃতদেহ গুলি উদ্ধারের কাজ শুরু করেছে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct