সানু ইসলাম , চাঁচল, আপনজন: বেহাল অবস্থায় পরে ছিলো রাস্তা।বৃষ্টিতে চলাচলে চরম সমস্যায় পড়তে হতো এলাকাবাসীকে।এলাকাবাসীর সমস্যার কথা ভেবেই পাকা রাস্তার করার উদ্যোগ নিলো মালদা জেলা পরিষদ।বুধবার দিন মালদা জেলা পরিষদের সদস্যা রসিদুন নেশার উদ্যোগে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদাহ গ্রাম পঞ্চায়েতের দুটি এলাকায় কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয়।এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা দুটির কাজের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন।দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি দুই এলাকাবাসী।জানা গেছে,জেলা পরিষদের উদ্যোগে মশালদাহ গ্রাম পঞ্চায়েতের রাসেদ আলীর বাড়ি থেকে পুকুর ঘাট পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৭৫ মিটার রাস্তা এবং ছগরিহায় প্রায় ৫ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে দুইটি কাচা রাস্তা কংক্রিট ঢালাই কাজ শুরু হলো।উপস্থিত ছিলেন,মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন বাবর,হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবারক হুসেন, মশালদহ অঞ্চলের সভাপতি মোঃ ইসমাইল সহ অন্যান্যরা। এলাকাবাসীর দাবি,বহুবার বিভিন্ন দপ্তরে জানিয়ে কোন কাজ হয়নি। অবশেষে মালদা জেলা পরিষদের তত্ত্বাবধানে পাকা রাস্তা হল দুই এলাকায়।
পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, দুই এলাকারই মানুষ দীর্ঘদিন ধরেই সমস্যার কথা জানিয়েছিলেন। তারপরেই আজ জেলা পরিষদের উদ্যোগে দুটি এলাকায় রাস্তার কাজের সূচনা করলাম। রাস্তা হয়ে গেলে মানুষের সমস্যা হবে না। আগামী বিধানসভা ভোটে মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখেই ভোট দেবেন।
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন বাবর বলেন,আজকে মশালদহ গ্রাম পঞ্চায়েতের দুই এলাকায় রাস্তার কাজ শুরু হল। আর দুই এলাকার মানুষকে সমস্যায় পড়তে হবে না।আমরা মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct