নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: যারা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছেন, পহেলগাঁওতে এই সন্ত্রাসের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোন বিরোধিতা থাকবে না। সকলের সঙ্গে আমাদের সকলের যোগাযোগ থাকবে। মনিটারিং থাকবে। চিন্তা করার মত কোন ব্যাপার এখনো হয়নি। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘অপারেশন সিঁদুর’ হওয়ার পর এভাবেই নিজের বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আতঙ্কিত হবেন না। সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোন মানে নেই। বিভ্রান্ত মুলক খবরে আতঙ্কিত হবেন না। যারা বিভ্রান্ত মুলক খবর টিভি চ্যানেল বা ডিজিটাল মাধ্যম বা ফেসবুকে ছড়াবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র থেকে মিটিংয়ে রাজ্যগুলোকে বলা হয়েছে। যারা দেশের জন্য লড়াই করছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব একজন নাগরিক হিসেবে আমরা সবাই পালন করব। মুখ্যমন্ত্রী এও বলেন, আপনারা নিজের থেকে কখনো বলবেনা ওই জায়গাটাতে আক্রমণ হতে পারে। এগুলো আপনাদেরও দেখার বিষয় নয়। আমাদেরও দেখার বিষয় না। আপনাদের কাছেও যদি কোন তথ্য থাকে আপনারা একটি নম্বর দেওয়া হবে সেই নম্বরে আপনারা মেসেজ পাঠাতে পারেন। দক্ষিণবঙ্গে এই নম্বর চালু আছে উত্তরবঙ্গে একটি নম্বর চালু করতে বলা হয়েছে। পুলিশকে সতর্ক করা হয়েছে। থানার আইসিদে’র সতর্ক করা হয়েছে। পুলিশের সমস্ত ছুটি এখন বাতিল করে দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে গেছে। ইংলিশ মাধ্যম স্কুল গুলোর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন কোন গাইডলাইন্স নয়, রাজ্য সরকারি স্কুলগুলোতে ছুটি দেওয়া হয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুল গুলো যদি দয়া করে অনুগ্রহ করে রবীন্দ্রজয়ন্তীর দিন থেকে যাতে সব স্কুল বন্ধ করা হয় ভালো হয়। স্কুলের বাচ্চারা বাড়িতে থাকবে। সেটা ভালো হবে ।তারা বাড়িতে থেকে পড়াশোনা করবে। আগামীকাল এগ্রো নিয়ে মিটিং ডেকেছি। যাতে এই পরিস্থিতি সুযোগ নিয়ে কেউ জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। তার জন্যই বৈঠক ডাকা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি ,কলকাতা পুলিশের সিপি সবাই থাকবেন। বর্তমানে অনেক তথ্য গোপন করতে হবে। আমরা দেশকে ভালবাসি। বাংলা চিরকাল দেশের জন্য প্রাণ দিয়েছে। রক্ত দিয়েছে। আমাদের দায়িত্ব ও কর্তব্য কোনরকম ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে একজন ঠান্ডা মাথায় নাগরিক হিসেবে সবটা আগলে রাখতে হবে। অনেক সময় সাইরেন বাঁচতে পারে, অনেক সময় মহড়া হবে। যদিও এখনো এই রাজ্যের সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু যেহেতু আমরা অনেকগুলো রাজ্যের সঙ্গে সীমান্তবর্তী হয়ে রয়েছি বিশেষ করে উত্তর-পূর্বের সঙ্গে সীমান্ত হয়ে রয়েছি তাই এই কথাগুলো বলা হল। মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন ,এখন বর্তমান পরিস্থিতিতে তর্ক-বিতর্ক অনুষ্ঠানে কোনরকম বিতর্কিত মন্তব্য থেকে সতর্ক থাকতে হবে। এমন কোন মন্তব্য করব না যাকে কেন্দ্র করে কোন বিতর্ক সৃষ্টি হবে। কারণ সেই বিতর্ক সৃষ্টি হলে তখন তার দায় আমি এড়াতে পারবো না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct