সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: চলতি গ্রীষ্মের মরশুমে পানীয় জলের সংকটে ভুগছে ইন্দাসের রোল হাট তলা এলাকা। দীর্ঘ আড়াই বছর ধরে এই পানীয় জল সংকটে ভুগছেন বলে ওই এলাকার মানুষের দাবি।
উল্লেখ্যম রাজ্যের অন্যান্য জেলার তুলনায বা৭কুড়া জেলায় গরমের উত্তাপ অনেক বেশি। সেই গরমে মানুষের বেশি প্রয়োজন হয় পানীয় জলের।
স্থানীয় সূত্রে খবর, ২০১৬-১৭ অর্থ বর্ষে জন স্বাস্থ্য কারিগরী দপ্তরের উদ্যোগে রোল হাট তলায় ‘সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পে’র সূচনা হয়। ওখান থেকে সপ্তাহে তিন দিন হাটে আসা ক্রেতা-বিক্রেতা, স্থানীয় মানুষ থেকে গ্রামের ডাকঘরে আসা গ্রাহক সাধারণ জল পান করতেন। কিন্তু দীর্ঘদিন তা ‘অচল’। ‘মেরামতি’র নামে সংশ্লিষ্ট দপ্তর থেকে ‘মেশিনপত্র তুলে নিয়ে যাওয়া’ হলেও তা আর ফেরৎ আসেনি বলে স্থানীয়দের দাবি। বিষয়টি জানিয়ে তারা ইতিমধ্যে ‘দিদিকে বলো’তে অভিযোগ জানিয়েছেন বলে জানান।
রোল গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগের দাবি, বিষয়টি তাঁর জানা ছিলনা। আপনাদের কাছেই শুনলাম। সমস্যা সমাধানে তিনি দ্রুত উদ্যোগী হবেন বলেও জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct