দেবাশীষ পাল, মালদা, আপনজন: চিকিৎসায় গাফলতির অভিযোগ চাঁচলের বেসরকারি হাসপাতালে। চিকিৎসায় গাফোরতির কারণে প্রসূতি মৃত্যুর বলে অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করেই সোমবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদহের চাঁচল এলাকার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতার পরিবারবর্গ সহ পাড়া-প্রতিবেশিরা। যদিও খবর পেয়ে ঘটনা স্থালে বিশাল পুলিশ বাহিনী গিয়ে কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। জানা গেছে, মৃত প্রসূতির নাম দীপিকা দাস,বয়স ২৩ বছর। বাড়ি চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণ পাড়ায়। ওই প্রসূতিকে দিন কয়েক আগে তার পরিবারবর্গ প্রসব যন্ত্রণার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের পার্শ্ববর্তী এক বেসরকারি হাসপাতালে ভরতি করেন।
সেখানে সিজারে ওই প্রসূতি যমজ কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর যমজ কন্যা সন্তান সুস্থ-স্বাভাবিক থাকলেও, ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয় বলে খবর।
তাই চিকিৎসক তাকে অন্যত্র রেফার করেন। এরপর পরিবারবর্গ ওই প্রসূতিতে কোলকাতার পিজি হাসপাতালে নিয়ে যান। এবং সেখানেই রবিবার রাতে তার মৃত্যু হয় বলে খবর। এরপর পরিবারবর্গ মৃতদেহ নিয়ে সোমবার রাতে চাঁচলের ওই বেসরকারি হাসপাতালের সামনে নিয়ে গিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি হাসপাতালের সামনেই মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা বেসরকারি হাসপাতালের কোলাপসেবল গেট ধরে ধাক্কাধাক্কি করেন গেট ভাঙার চেষ্টা করেন।
ঘটনায় বিক্ষোভকারী মৃতার পরিবারবর্গের অভিযোগ, চিকিৎসক ভুল চিকিৎসা জন্যই। সিজারের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। এতটাই অবনতি হয় যে তাকে মালদা মেডিক্যাল কলেজ থেকে শুরু করে অবশেষে কোলকাতা নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি। তাই তারা চিকিৎসকের শাস্তির দাবীতে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে । যদিও রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক অনির্বাণ রায় তার কথায় চিকিৎসায় কোন গাফিলতি হয়নি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct