জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: পুরুলিয়ার বরাবাজার ব্লকের ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টয়লেট নির্মাণে বেনিয়মের অভিযোগ তুলে সরব হলেন তিলাবনি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানান তিলাবনি গ্রামের একটি কমিউনিটি হলে টয়লেট নির্মাণের জন্য সরকারী ভাবে টাকা বরাদ্দ হয়। কিন্তু টয়লেটটির নির্মাণ কাজ শুরু হয় ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতের তিলাবনি গ্রামের এক ব্যক্তির বাড়িতে। গ্রামবাসীদের অভিযোগ কোনরকম বোর্ড না লাগিয়েই টয়লেটটির নির্মাণ কাজ শুরু করা হয় গ্রামের এক ব্যক্তির বাড়িতে । আর এনিয়ে শোরগোল লেগে গিয়েছে গোটা তিলাবনি গ্রাম জুড়ে। এবিষয়ে তিলাবনি গ্রামের বাসিন্দা জহরলাল সিংহ, গয়ারাম সিংহ ও শুভঙ্কর সিংহ প্রমুখরা বলেন, আমরা জানতে পারি আমাদের তিলাবনি গ্রামের যে কমিউনিটি হলটি রয়েছে সেখানে একটি স্থানীয় জনসাধারণের সুবিধার্থে সরকারিভাবে একটি পাবলিক টয়লেট মঞ্জুর হয় গ্রাম পঞ্চায়েত থেকে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাই সেই টয়লেট গ্রামের একজনের বাড়িতে নির্মাণ করার কাজ শুরু হয়।তারা আরও জানান টয়লেটটির নির্মাণ কাজ প্রথম দিকে চললেও পরে নির্মাণ কাজ বন্ধ রাখা হয় তারপর আবারও পুনরায় নির্মাণ কাজ শুরু হয়।গোটা বিষয়টি আমরা তিলাবনি গ্রামবাসীরা ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতের প্রধান,বরাবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, বরাবাজার থানা ও মানবাজার মহকুমা শাসক কে লিখিত অভিযোগ জানিয়েছি। এখন দেখার বিষয় কমিউনিটি হলের টয়লেটটি নির্দিষ্ট স্থানে করা হয়, নাকি প্রভাব খাটিয়ে কারও ব্যক্তিগত জায়গাতেই নির্মাণ করা হয়। গ্রামবাসীদের মুখে এও বলতে শোনা যায় প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা না নিলে তারা শীঘ্রই গ্রামের মহিলাদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলনে পথে নামবেন । একটি সূত্র মারফৎ জানা যায় বিষয়টি নিয়ে তারা নবান্নে শীঘ্রই অভিযোগ জানাবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct