উম্মার সেখ, কান্দি, আপনজন: জেলা সম্পাদক মন্ডলী সদস্য ও সালার লোকাল কমিটির সম্পাদক কমরেড হাসমত শেখ এর উপরে আক্রমন হয়। জানা গিয়েছে সোমবার দুপুরে বিডিও অফিসে বিডিওর সামনেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আক্রমণ করে বলে অভিযোগ করেন ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদক সন্দীপন দাস। উল্লেখ্য কিছুদিন আগে সি পি এমের রাজ্য সম্মেলনের ছিল সেই কারণে বি ডি ও অফিসের সামনে দেওয়াল দেওয়াল লিখন করা হয়েছিল।
আজ হঠাৎ সেই লিখন মুছতে বলা হলেও তাদের সেই কাজের জন্যে সময় দেওয়া হয়নি। এনিয়ে বচসা শুরু হয় তারপরেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে চড়াও হয় এলো পাথারী মারধোর করতে থাকে শেখের ওপরে। স্থানীয় লোকেদের তৎপরতাই গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ এ বিষয়ে সিপিএম নেতা সন্দীপন দাস বলেন, ‘সালারে সিপিএমের সংগঠন ভালো। আমাদের কমরেডরা সেখানে ভোটে ভালো ফলাফল করায় গত লোকসভা থেকেই মাঝে মধ্যে আক্রমণ করে। সামনে বিধানসভার আগে হারার ভয়ে আবার আক্রমণ শুরু করেছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct