হিংসাত্মক বিভিন্ন ঘটনার লাইভ সম্প্রচার ও হিংসামূলক পোস্ট রুখতে উদ্যোগী হল ফেসবুক৷ হিংসামূলক পোস্টে নজরদারি করতে তিন হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে বলে বুধবার ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন৷
সম্প্রতি ফেসবুকে খুন এমনকি ধর্ষণের মতো বিষয়াদি লাইভ সম্প্রচারের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এসব বন্ধের কোনও ব্যবস্থা নিতে পারেনি ফেসবুক কর্তৃপক্ষ৷।ফলে বিশ্বজুড়ে সমালোচনা সইতে হয় ফেসবুককে।
এ বিষয়ে মার্ক জুকারবার্গ বলেন, হিংসামূলক পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য এই নিয়োগ৷ এর ফলে দ্রুত পোস্ট সিরয়ে দিতে সমস্যা হবে না৷ তবে এইনিয়োগ সম্পন্ন হতে ২০১৮ সাল পর্যন্ত লাগবে৷
লাইভ সম্প্রচার পর্যবেক্ষণের পাশাপাশি ‘হেট স্পিচ' বা শিশু নিপীড়ন প্রতিরোধেও কাজ করবেন নিয়োগ পাওয়া নতুন কর্মীরা।
মার্ক জুকারবার্গ ফেসবুকের ইতিবাচক দিক সম্পর্কে জানাতে গিয়ে সম্প্রতি আত্মহত্যা থেকে এক ব্যক্তিকে বাঁচাতে সক্ষম হওয়ার ঘটনা তুলে ধরেন। ফেসবুকে বিষয়টি ধরা পড়ার পর দ্রুত সহায়তা করা সম্ভব হয়েছিল সেই ব্যক্তিকে। আরেকটি ক্ষেত্রে অবশ্য চেষ্টা করেও আত্মহত্যাকারীকে বাঁচানো যায়নি। ফেসবুকের দ্রুত প্রসারের পাশাপাশি এতে প্রকাশিত আপত্তিকর কনটেন্ট দ্রুত মুছে ফেলার বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। চলতি বছরের গোড়ার দিকে সুইডেনে এক নারীকে গণধর্ষণ এবং সেই দৃশ্য ফেসবুক লাইভে সম্প্রচারের ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শিকাগো শহরেও এক কিশোরীকে ধর্ষণের ভিডিও ফেসবুক লাইভে সম্প্রচারের ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছিল৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct