নকিবউদ্দিন গাজি, ডা. হারবার, আপনজন: স্বামী স্ত্রী চেন্নাইয়ে কাজে গিয়ে স্বামী স্ত্রীর একসঙ্গে মৃত্যু হয়। চেন্নাইয়ের পেরিমেট থাকতেন বলে জানা যায়। একটি ঘরের মধ্যে থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় স্বামী ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী মেঝেতে পড়ে আছে এমনটাই জানা যায়। তবে কি কারোর মৃত্যু তা এখন সঠিক নয়। দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থানার নেতারা এলাকার মেয়ে তাজমিরা খাতুনের সাথে বিয়ে হয় হাওড়া আমতা এলাকার বাসিন্দা রেজুয়ানে সাথে। স্বামী স্ত্রী দুজনই চেন্নাই কাজে যায় এক বছর হয়েছে কাজে গেছে বলে জানা যায় পরিবার সূত্রে। মঙ্গলবার দিন সকালে ডায়মন্ড হারবার নেত্ররা এলাকার কামালগাছি গ্রামে তাজমিরা বাড়িতে খবর আসে যে তাদের মেয়ে এবং জামাই আত্মহত্যা করেছে। খবর পেয়ে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে কয়েকদিন পরেই বাড়ি ফেরার কথা ছিল জামাই এবং মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে কি কারনে মৃত্যু তা এখনো সঠিক জানা যায়নি। দুই পরিবারের লোকজন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct