আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রে বৈদেশিক পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নানা ধরনের শুল্ক ভোক্তা, ব্যবসায়ী ও শেয়ারবাজারে উদ্বেগ তৈরি করেছে। তবে সাধারণ মার্কিনদের ওপর এর নির্দিষ্ট প্রভাব কী হবে? এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার ২৭ এপ্রিল সিএনএনের স্টেট অব দি ইউনিয়ন অনুষ্ঠানে একটি পরিসংখ্যান উপস্থাপন করেন। নিউইয়র্ক অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট নেতা বলেন, নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প কখনো ঠিকমতো ভোটারদের বোঝাননি যে শুল্ক আরোপে তাদের ব্যয় বাড়বে। তিনি বলেন, ‘অনুমান করা হচ্ছে, এতে মার্কিনদের খরচ বেড়ে যাবে...মার্কিন পরিবারগুলোকে বছরে প্রায় চার হাজার ডলার বেশি দিতে হতে পারে।’ সাধারণ পরিবারের ওপর এর প্রভাব নির্ধারণ করতে হলে কিছুটা অনুমান ও পূর্বধারণার আশ্রয় নিতে হয়, বিশেষ করে ট্রাম্প কোন কোন পণ্যের ওপর কবে থেকে শুল্ক আরোপ করবেন, তা প্রায়ই পরিবর্তন হওয়ায়।
তবে শুমারের উল্লিখিত পরিমাণটি পলিটিফ্যাক্টের চিহ্নিত চারটি স্বতন্ত্র মূল্যায়নের সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। ভিন্ন রাজনৈতিক অবস্থানের পাঁচটি সংস্থার মধ্যে চারটি সংস্থার হিসাব অনুযায়ী, বছরে গড় খরচ বাড়বে তিন হাজার ১০০ ডলার থেকে চার হাজার ৯০০ ডলারের মধ্যে; যার মাঝামাঝি মানটি শুমারের উল্লিখিত চার হাজার ডলারের কাছাকাছি। পঞ্চম একটি সংস্থা ভোক্তাদের ক্ষতি হিসাব করেছে এক হাজার ২৪৩ ডলার।
এই ভিন্নতার মূল কারণ প্রতিটি সংস্থার নিজস্ব অনুমান—শুল্ক অর্থনীতিতে কিভাবে যুক্ত হবে সে বিষয়ে তাদের ধারণা আলাদা। এই প্রতিবেদনের বিষয়ে শুমারের দপ্তর মন্তব্যের জন্য কোনো সাড়া দেয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct