আপনজন ডেস্ক: ইয়েমেনের হুদাইদা বন্দর এবং একটি সিমেন্ট কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই স্থাপনাগুলো হুথি বিদ্রোহীদের সামরিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ইসরায়েল ।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর জবাবে বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ।
ইয়েমেনের বন্দরে সোমবারের (৫ মে) এই হামলায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হুদাইদা বন্দরের কাছাকাছি একটি সিমেন্ট কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা ‘গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ’ হিসেবে হুথি বাহিনী ব্যবহার করছিল।
ইসরায়েলের দাবি, এই কারখানাটির কাঁচামাল দিয়ে সুড়ঙ্গ এবং সামরিক স্থাপনা নির্মাণ করা হতো।
ইসরায়েলি সেনাবাহিনী আরো দাবি করেছে, হুদাইদা বন্দরটি ইরানি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম স্থানান্তরের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct