জাকির সেখ , নয়া দিল্লি, আপনজন: জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানি সাহেব, পাহলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সামরিক প্রতিক্রিয়া প্রসঙ্গে বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করতে পারে না। যদি পাকিস্তানের দিক থেকে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি পুরো দেশ, সব ধর্মের মানুষ বিশেষত মুসলমানরা, আমাদের সেনাবাহিনীর পাশে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। ভারত আমাদের মাতৃভূমি, এর রক্ষা করা আমাদের জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব। জমিয়তে উলামায়ে হিন্দ সবসময় দেশপ্রেম, শান্তি ও ঐক্যের বার্তা দিয়ে এসেছে। আজ যখন আমাদের সীমান্তে হুমকি দেখা দিয়েছে, তখন আমরা আমাদের সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। মাওলানা মাদানি আরও বলেন, আমরা দেশের প্রতিটি স্তরে ঐক্য, ধৈর্য ও আত্মত্যাগের চেতনাকে উৎসাহিত করবো। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শত্রুর প্রতিটি আগ্রাসী পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হোক। আমরা শত্রুদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই ভারত একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে যেকোনো মূল্যে তার মাতৃভূমিকে রক্ষা করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct