আপনজন ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ানসের টানা ছয় ম্যাচের জয়রথ কাল থামিয়ে দিয়েছে গুজরাত টাইটানস। ওয়াংখেড়েতে বৃষ্টিবিঘ্নিত এক রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে ৩ উইকেটের জয় পায় গুজরাত। এই জয়ে প্লে-অফে পৌঁছানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শুবমান গিলের দল। তবে আইপিএল ২০২৫-এর লিগ পর্বে এখনো ১৪টি ম্যাচ বাকি, ফলে কোনো দলই এখনো নিশ্চিতভাবে প্লে-অফে পৌঁছায়নি। তবে এরই মধ্যে তিনটি দলের যে আর প্লে-অফে খেলার সুযোগ হচ্ছে না, সেটাও নিশ্চিত হয়ে গেছে। লিগ পর্ব থেকেই বাদ পড়ছে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
বাকি যে সাতটি দলের সুযোগ আছে সেরা চারে থেকে প্লে-অফ খেলার, তাদের মধ্যে কারা এগিয়ে, কারা পিছিয়ে—চলুন দেখা যাক।
গুজরাত টাইটানস
বাকি ম্যাচ: দিল্লি (অ্যাওয়ে), লক্ষ্ণৌ ও চেন্নাই (ঘরের মাঠে)
তাদের পয়েন্ট ১৬ এবং হাতে ৩টি ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচ ঘরের মাঠে, ফর্মে না থাকা লক্ষ্ণৌ ও চেন্নাইয়ের বিপক্ষে। তিনটি ম্যাচই জিতলে গুজরাত নিশ্চিতভাবেই প্রথম দুইয়ে থাকবে। দুটি জিতলেও তাদের সুযোগ থাকবে, যদি পাঞ্জাব কিংস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি ম্যাচ হারে এবং তাদের নেট রান রেট গুজরাতের চেয়ে কম থাকে। একটি জয়ও গুজরাতের প্লে–অফ নিশ্চিত করতে পারে, তবে প্রথম দুইয়ে থাকার জন্য তাদের অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এমনকি আর একটি ম্যাচ না জিতেও গুজরাত কোয়ালিফাই করতে পারে, সে ক্ষেত্রে অন্যান্য দলের ফল তাদের পক্ষে আসতে হবে। কারণ, এখনো ৫টি দল ১৬ পয়েন্টের বেশি পেতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বাকি ম্যাচ: হায়দরাবাদ (ঘরে), রাজস্থান রয়্যালস (অ্যাওয়ে), কলকাতা (ঘরে)
বেঙ্গালুরুর প্লে-অফ নিশ্চিত করতে মাত্র একটি জয় দরকার। তবে, এই ১৬ পয়েন্টে থেকেই বেঙ্গালুরু প্লে-অফে উঠতে পারে, তখন অবশ্য অন্য ম্যাচগুলোর ফল তাদের পক্ষে যেতে হবে। আবার দুই ম্যাচ জিতে যদি ২০ পয়েন্টে পৌঁছায় বেঙ্গালুরু, তবু শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত হবে না, কারণ আরও ৩টি দল এখনো ২০ পয়েন্ট বা এর বেশি পেতে পারে।
পাঞ্জাব কিংস
বাকি ম্যাচ: দিল্লি (ঘরে), মুম্বাই (ঘরে), রাজস্থান (অ্যাওয়ে)
প্লে-অফ নিশ্চিত করতে পাঞ্জাব কিংসকে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে। এমনকি ১৫ পয়েন্টেও তারা উঠে যেতে পারে, যদি অন্য অনেক ম্যাচের ফল তাদের পক্ষে যায় এবং রান রেট ভালো থাকে। তবে বাকি তিনটির মধ্যে দুটি ম্যাচই শীর্ষ পাঁচের মধ্যে থাকা দলের বিপক্ষে।
মুম্বাই ইন্ডিয়ানস
বাকি ম্যাচ: পাঞ্জাব (অ্যাওয়ে), দিল্লি (ঘরে)
ঘরের মাঠে গুজরাতের কাছে হেরে তাদের জয়রথ থেমেছে এবং প্রথম দুইয়ে থাকার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। শুরুতে প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটি হারায় মুম্বাইকে শেষ দিকে অনেক কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। বাকি দুটি ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট নিয়ে তাদের প্লে–অফের টিকিট নিশ্চিত হবে, তবে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে না। কারণ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটানস ও পাঞ্জাব কিংস ১৮ পয়েন্টের বেশি পেতে পারে। একটি জয়ও তাদের প্লে–অফে নিয়ে যেতে পারে, তবে সে ক্ষেত্রে অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
দিল্লি ক্যাপিটালস
বাকি ম্যাচ: পাঞ্জাব (অ্যাওয়ে), গুজরাত (ঘরে), মুম্বাই (অ্যাওয়ে)
হায়দরাবাদের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে একটি লাকি পয়েন্ট পেয়ে দুই ম্যাচ হারের পর একটু স্বস্তি পেয়েছে দিল্লি। তবে প্লে-অফে উঠতে হলে এখনো কঠিন পথ বাকি। তিনটি ম্যাচেই জিতলে দিল্লির প্লে-অফে ওঠা নিশ্চিত হবে। যদিও শেষ পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে।
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
বাকি ম্যাচ: বেঙ্গালুরু (ঘরে), গুজরাত (অ্যাওয়ে), হায়দরাবাদ (ঘরে)
টানা তিন ম্যাচে হার, সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হার। সময়টা ভালো যাচ্ছে না লক্ষ্ণৌর। শেষ তিনটি ম্যাচ তাদের জিততেই হবে। যদি আর একটি ম্যাচও হারে, তাহলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। তার ওপর, তাদের নেট রান রেট (-০.৪৬৯) খুব খারাপ। শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় দরকার।
কলকাতা নাইট রাইডার্স
বাকি ম্যাচ: হায়দরাবাদ ও বেঙ্গালুরু (অ্যাওয়ে)
দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসকে হারিয়ে কলকাতা এই মৌসুমে প্রথমবার টানা দুটি ম্যাচ জিতেছে। তারা এই ছন্দ ধরে রাখতে চাইবে। তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ১৭, যা হয়তো প্লে–অফের জন্য যথেষ্ট না–ও হতে পারে, কারণ, চারটি দল এর বেশি পয়েন্ট পেতে পারে। তবে অন্যান্য দলের ফল তাদের পক্ষে গেলে ১৫ পয়েন্টেও তারা প্লে-অফে টিকে যেতে করতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct