আপনজন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন মঙ্গলবার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নীতিনির্ধারকরা অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা নিয়ম-কানুন তৈরির চেষ্টা করছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সহিংস ও বিব্রতকর কনটেন্টের পরিমাণ দিন দিন বাড়ছে। লাকসনের প্রস্তাবিত খসড়া আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া কম্পানিগুলোকে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৬ বছর কি না তা যাচাই করতে হবে। ব্যর্থ হলে তাদের সর্বোচ্চ ২০ লাখ নিউজিল্যান্ড ডলার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা গুণতে হতে পারে।
অস্ট্রেলিয়ার সদ্য পাস হওয়া একই ধরনের আইনের আদলে নিউজিল্যান্ডের এই প্রস্তাব তৈরি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct