আপনজন ডেস্ক: প্রত্যেক দলবদলের মৌসুমে বিশ্বের বড় বড় ক্লাবগুলো খেলোয়াড় ভেড়ানোর প্রতিযোগিতায় নামে। ফিফা জানিয়েছে, জুন-সেপ্টেম্বরের ট্রান্সফার উইন্ডোয় খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লীগ। আর ট্রান্সফার থেকে উপার্জনে সেরা জার্মান বুন্দেসলিগা।স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ১লা জুন থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত ট্রান্সফার উইন্ডো থেকে ১.৯৮ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ফুটবলার কিনেছে ইংল্যান্ডের ক্লাবগুলো। আর খেলোয়াড় বিক্রি করে জার্মান বুন্দেসলিগার উপার্জন ১.১১ বিলিয়ন ডলার। ফিফা জানিয়েছে, ট্রান্সফার উইন্ডোর ইতিহাসে কোনো নির্দিষ্ট একটি ফেডারেশন বছরের মাঝের দলবদলে প্রথমবারের মতো ১ বিলিয়ন ডলার খরচ করতে সক্ষম হলো। ফিফার লিগ্যাল সার্ভিস এবং কমপ্লায়েন্স বিভাগের পরিচালক এমিলিও গার্সিয়া সিলভেরো বলেন, ‘প্রথমবারের মতো কোনো একটি দেশের ফেডারেশন বছরের মাঝের দলবদল থেকে ১ বিলিয়ন ডলার উপার্জনের নজির গড়লো।’ দৈনিক মার্কা জানিয়েছে, জুন-সেপ্টেম্বরের দলবদলের বাজারে সবচেয়ে বেশি খরুচে দলের তালিকায় দুইয়ে রয়েছে সৌদি প্রো লীগ। ১লা জুন থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫.৪ মিলিয়ন ডলার খরচ করেছে সৌদি আরবের ফুটবল ক্লাবগুলো। তালিকার দুইয়ে থাকা ফরাসি লীগ ওয়ান খরচ করেছে ৮৫৯.৭ মিলিয়ন ডলার। ৭৬২.৪ মিলিয়ন ডলার খরচ করে তালিকার চারে জার্মান বুন্দেসলিগা। ইতালিয়ান সিরি আ অবস্থান করছে পাঁচ নম্বরে। জুন-সেপ্টেম্বরের ট্রান্সফারে খেলোয়াড় কিনতে ৭১১ মিলিয়ন ডলার খরচ করেছে ইতালিয়ান ক্লাবগুলো। আর ষষ্ঠ স্থানে থাকা স্প্যানিশ লা লিগার খরচ ৪০৫.৬ মিলিয়ন ডলার। ফিফা জানিয়েছে, জুন-সেপ্টেম্বরের ট্রান্সফারে এই ছয়টি লীগের মোট খরচ ৭.৩৬ বিলিয়ন ডলার। যা ২০২২ সালের দলবদল থেকে ৪৭.২ শতাংশ এবং ২০১৯ ট্রান্সফারের চেয়ে ২৬.৮ শতাংশ বেশি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct