সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: অশান্ত পরিস্থিতির বদল ঘটাতে শুক্রবার বিকেলে ধুলিয়ান শহরের পথে নামলেন শাসক দলের নেতৃত্বরা। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এবং শমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এদিন এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তাঁদের সঙ্গে ছিলেন এলাকার হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের বহু সংখ্যক মানুষ।
ধুলিয়ান মিলন মন্দিরের সামনে একটি সম্প্রীতি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে তৃণমূল নেতারা এলাকাবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন এবং ঘোষণা করেন, দ্রুতই গঠিত হবে একটি শান্তিরক্ষা কমিটি। তাঁদের কথায়, এই কমিটি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে তৈরি হবে এবং এর কাজ হবে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা।
শাসক দলের দুই সাংসদ জানান, “এলাকায় শান্তি ফেরাতেই হবে। যাঁরা অশান্তি ছড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct