জাহেদ মিস্ত্রী ও মাফরুজা খাতুন, বহরমপুর, আপনজন: গোসাবা- পথশ্রী প্রকল্পে সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলে মৃত্যু হল এক ব্যক্তির। নিহত ঐ ব্যক্তির নাম মোছাকুলি মোল্লা (৪২)। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার সুন্দরবন উপকূলীয় থানার পূর্ব রাধানগর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর পূর্ব রাধানগর এলাকায় পথশ্রী প্রকল্পে এক কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই সময় কাজের গুণমান ঠিকঠাক হচ্ছে না এমন অভিযোগ নিয়ে ঠিকাদারের কর্মীদের সাথে গন্ডগোল বাধে মেছোকুলি মোল্লার। অভিযোগ এরপর লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় গোসাবা হাসপাতালে। সেখানে আনার পর চিকিৎসা করে তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্ত শুরু করেছে সুন্দরবন উপকূলীয় থানার পুলিশ।এলাকায় চরম উত্তেজনা থানায় বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে। ইতিমধ্যে পরিবারের তরফে খুনের মামলার রুজু করা হয়েছে থানাতে। এই খুনের পিছনে অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।অন্যদিকে ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৪ জন কে গ্রেফতার করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct