এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: নয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদের জোয়ার বইছে ৷ সামাজিক সংগঠন থেকে শুরু করে, সংখ্যালঘু মহল ও সমাজের বিদ্বজনরা মিটিং, মিছিল, প্রতিবাদ সভা, অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদে সামিল হচ্ছেন ৷ ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন অনেকেই ৷ পশ্চিমবাংলা থেকেও একাধিক রিট পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে ৷ ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে আইনি লড়াইয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখা রাজ্যের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজের বৃহত্তম প্ল্যাটফর্ম ‘প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অব বেঙ্গল’ ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছে রবিবার । সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে নয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার দাবিতে শহর কলকাতায় শান্তিপূর্ণ রিলে অনশনে প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অব বেঙ্গল-এর সভাপতি ড. মানাজাত আলী বিশ্বাস ৷ তিনি বলেন, ‘সংখ্যালঘু বিদ্বেষী কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইন ভারতের ধর্মনিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করেছে। এই আইন খোলাখুলি ভাবে সংখ্যালঘু মুসলিম সমাজের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ। এই সংশোধনী আইন ভারতীয় সংবিধানের আর্টিকেল 14, 15(1), 19 (1)(a), 19(1)(c), 21, 25, 26, 29, 30 এবং আর্টিকেল 300(A) এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।’
ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে মানাজাত আলী আরও জানান, ‘ভারতীয় সংবিধান কে সমুন্নত রাখার জন্য এই কালা কানুন কোনভাবেই মেনে নেওয়া উচিত নয় । প্রান্তিক মানুষজনের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য এই বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে দীর্ঘ মেয়াদি গণ আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরী ।’ এ সময় তিনি শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়ে রিলে অনশন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ৷ পিআইবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ তৈরি করা, প্রান্তিক মানুষজনের অধিকার রক্ষা করা, সামাজিক কর্মকান্ডে সকল শ্রেণীর নাগরিকের অংশগ্রহণকে সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে পিআইবির কর্মকাণ্ড নিরবিচ্ছিন্নভাবে জারি থাকবে ৷’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct