নিজস্ব প্রতিনিধি, বারাসত, আপনজন: বারাসত জেলা হাসপাতালে অপারেশন থিয়েটার থেকেই এবার সদ্যজাত শিশু চুরির অভিযোগ উঠল। গত ১৮ সেপ্টেম্বর ঘটনা ঘটার পর বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে তাদের সন্তান ফিরিয়ে দেবার দাবী জানিয়ে লিখিত অভিযোগ জানান গর্ভবতী মা রুথ মিত্রের স্বামী অভিষেক মিত্র। সেখানে কোনো বিচার না পেয়ে পরের দিন ১৯ সেপ্টেম্বর বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর পরিবার। কিন্তু তিন দিন অতিক্রান্ত হওয়ার পরেও কোনো রকম সুরাহা করেনি পুলিশ। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার। বারাসত অশ্বিনী পল্লীর বাসিন্দা পেশায় ব্যবসায়ী পরিতোষ বালা অভিযোগ করেন তার মেয়ে রুথ মিত্রকে গত ১৭ সেপ্টেম্বর রাতে গর্ভবতী অবস্থায় প্রসব বেদনা ওঠায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরের দিন ১৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তার মেয়ে রুথ মিত্রকে। কিছুক্ষন পরে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বি বকশি পরিতোষ বাবুকে অপারেশন থিয়েটারের ভেতরে ডেকে নিয়ে যায় এবং জানান তার মেয়ের পেটে কোন সন্তান নেই, এটা ছিল ফলস প্রেগন্যান্সি। যদিও তার আগে হাসপাতাল ও বাইরের থেকে করা সমস্ত ডাক্তারি পরীক্ষায় রুথের পেটে যে সন্তান আছে তার প্রমাণ মিলে ছিল। হাসপাতালের অপারেশন থিয়েটারে নেবার আগে, বাইরের প্রাইভেট প্যাথলজি সেন্টার থেকে করা আল্ট্রাসনোগ্রাফির যে রিপোর্ট জমা নিয়েছিল। ছুটির সময় সেটা হাসপাতাল কর্তৃপক্ষ পেসেন্ট পার্টির হাতে তুলে দেয়নি বলে অভিযোগ। সেই রিপোর্ট আটকে রাখার অভিযোগ করেছেন পরিতোষ বাবু। যদিও বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো রকম মুখ খুলতে নারাজ। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct