অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইন্দ্র নারায়নপুর কলোনী হাইস্কুলের প্রধান শিক্ষকের হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক। মঙ্গলবার জেলাশাসকের দফতরের আত্রেয়ী সভাকক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিণ কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বিবেক কুমার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় ঘোষ, জেলা প্রকল্প আধিকারিক (এসএসএম ও আরএমএসএ) বিমল কৃষ্ণ গায়েন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ অন্যান্য আধিকারিকেরা।এদিন ‘শিক্ষারত্ন’ সুদীপ্ত সিংহ রায় এর হাতে ২৫ হাজার টাকার চেক, শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। এ বিষয়ে জেলা শিক্ষা আধিকারিক (সমগ্র শিক্ষা মিশন) বিমল কৃষ্ণ গায়েন জানান, “ইন্দ্র নারায়নপুর কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষকের হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দেবার পাশাপাশি এদিন অন্যান্য ৬ জন প্রধান শিক্ষক-শিক্ষিকা সম্মাননা পান।” দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, ‘প্রতিবছর শিক্ষক দিবসে রাজ্য সরকারের শিক্ষা দফতরের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয়। জেলার একজন শিক্ষক এই পুরস্কার পেলেন।আজ তাঁর হাতে এই পুরস্কার তুলে দেয়া হলো।’এ বিষয়ে গঙ্গারামপুর শহরের বাসিন্দা, ‘শিক্ষারত্ন’ সুদীপ্ত সিংহ রায় বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর ও দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে এই পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। ২৬ বছর শিক্ষকতা করবার পর ২৭ বছরে পদার্পণ করেছি। এই পুরস্কার আমাকে অনুপ্রেরণা যোগাবে।সমাজের সর্বস্তরে মূল্যবোধের সার্বিক বিকাশ আমাদের ঘটাতে হবে।’পাশাপাশি তিনি আরো জানান, ‘বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের আচার-আচরণের মধ্যে যদি আদর্শ মানুষ খুঁজে না পায়, তাহলে তাদের সার্বিক অগ্রগতি অবদমিত হবার সম্ভাবনা থাকে।আমরা শিক্ষকরা যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে সমাজের পরিবর্তন নিজে থেকেই আসবে।’উল্লেখ্য, এদিন শিক্ষারত্ন পুরস্কার প্রদানের পাশাপাশি জেলা প্রশাসনের তরফে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩২ জন ছাত্র-ছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ৬ জন পড়ুয়ার হাতে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় প্রশাসনের তরফে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct