আজিম শেখ, মল্লারপুর, আপনজন: শশুর জামাইয়ের বিবাদের জেরে শ্বশুরকে ভরসন্ধায় গুলি করে পালাল গুণধর জামাই। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত সন্ধিগড়া বাজার এলাকায় বলে জানা গেছে।, আজ সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ মঙ্গল বায়েন নামে আহত শ্বশুরমশাই তার কাজ সেরে বাড়ি ফিরছিলেন । সেই সময় মাঝ রাস্তায় সন্ধিগড়া বাজার এলাকায় গুনধর জামাই তাকে গুলি করে , এবং গুলি গিয়ে তার পেটে লাগে বলে জানা গেছে । আহত অবস্থায় মঙ্গল বায়েনের চিৎকারে স্থানীয়রা ছুটে আছে এবং তাকে রক্তাক্ত অবস্থায় সেই স্থান থেকে উদ্ধার করে রামপুরহাট গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । ঘটনা ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । যদিও স্থানীয় সূত্র জানাযায় অনুপ বায়েন অর্থাৎ অভিযুক্ত গুণধর জামাই তার শ্বশুরবাড়িতেই ঘরজামাই হিসেবে থাকতেন। বিগত কয়েকদিন ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল এবং আজ সেই বিবাদের জেরে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ মঙ্গল বায়েনকে গুলি করা হয় বলে অভিযোগ উঠেছে ।কিভাবে ঐ অভিযুক্ত জামাই এর হাতে বন্ধুক এল সেই বিষয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানা ওসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । অন্য দিকে ঘটনার পর অভিযুক্ত জামাই অনুপ বায়েন পলাতক । আহত অবস্থায় রামপুরহাট গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়েছে মঙ্গল বায়েনের ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct