আপনজন ডেস্ক: পেরুতে একটি সোনার খনি থেকে অপহৃত ১৩ জন খনি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক দিন আগে তাদের অপহরণ করা হয়েছিল। নিহত শ্রমিকরা দেশটির পাটাজ প্রদেশে অবস্থিত ‘পোডেরোসা’ নামের একটি খনি কম্পানিতে কাজ করতেন। প্রতিষ্ঠানটির অবস্থান রাজধানী লিমার উত্তরে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র শ্রমিকদের অপহরণ করে খনি দখলের চেষ্টা চালায়। অপরাধীরা তাদের খনির একটি সুড়ঙ্গের ভেতরে আটকে রাখে এবং প্রায় এক সপ্তাহ ধরে শ্রমিকদের পরিবারকে হুমকি দিতে থাকে। গত কয়েক বছরে পেরুতে খনির ওপর অপরাধী গোষ্ঠীর হামলা বেড়েই চলেছে। ৮ হাজার কর্মীসংবলিত পোডেরোসা কম্পানি শুক্রবার এক বিবৃতিতে জানায়, অবৈধ খনি বন্ধে পুলিশের গাফিলতিতে তারা হতাশ।
বিবৃতিতে বলা হয়, ‘এই অঞ্চলে সহিংসতার মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে।’ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে—যেটি সম্ভবত অপহরণকারীরাই ধারণ করেছে। সেখানে দেখা যায়, শ্রমিকদের কাছ থেকে কাছেই গুলি করে হত্যা করা হয়েছে। তবে কেন তাদের হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct