সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে ভালো ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । যা ২০২৪ লোকসভা নির্বাচনে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে বিরোধী শিবির পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পিরেনি ফলে বিরোধী শূন্য ইন্দাস ব্লকে সোমবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমুল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় দশ হাজার তৃণমূল কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রা ইন্দাস ব্লক প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন স্বাভাবিকভাবেই উচ্ছসিত তৃণমূল কর্মী সমর্থকরা । এদিন উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আতাউল হক, ইন্দাস ব্লকের নবনির্বাচিত সভাপতি চন্দন রক্ষিত সহ অন্যান্য নেতৃত্বরা। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান, উচ্ছাস উন্মাদনার মধ্য দিয়ে আজ আমরা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলাম আগামী দিনে মানুষের উন্নয়নের স্বার্থে আমরা কাজ করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct