আপনজন ডেস্ক: ২০২৫ সালের প্রথম হজ ফ্লাইট উড়বে দক্ষিণ আফ্রিকা থেকে। ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটটি অবতরণ করবে সৌদি আরবে। এর মাধ্যমেই এই বছরের হজ মৌসুমের আনুষ্ঠানিক ফ্লাইটের সূচনা হবে। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধারাবাহিক ভাবে হজযাত্রা চলতে থাকবে। ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে হজের প্রথম ফ্লাইট চালুর একদিন পর ২৯ এপ্রিল বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে হজ ফ্লাইটের সূচনা হবে। ২ মে ইন্দোনেশিয়া থেকে ফ্লাইট যাবে সৌদি আরবে।
হজযাত্রীদের স্বাগত জানাবেন বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর জেদ্দা এবং মদিনায় বিমানবন্দরে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ। প্রথম দিকে আগত হজযাত্রীদের সরাসরি মক্কা এবং মদিনায় মনোনীত আবাসে স্থানান্তরিত করা হবে।
এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুসারে, সৌদি আরব যাওয়ার আগে হজযাত্রীদের প্রয়োজনীয় টিকা নেওয়া এবং হাজী ক্যাম্প থেকে হলুদ কার্ড নেওয়া বাধ্যতামূলক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct