সেখ সামসুদ্দিন, মেমারি, আপনজন: মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ের ছাত্র ও মেমারি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইলামপুর নিবাসী শুভ্রদীপ ঘোষ বাংলা তথা দেশের কাছে মুখ উজ্জ্বল করলো। ২০২৩ নীট পরীক্ষায় ৭০১ নম্বর পেয়ে ১৯৩ অল ইন্ডিয়া র্যাঙ্ক অর্জন করে সাড়া ফেলেছে। তার এই র্যাঙ্কে পিতামাতা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা আনন্দিত। শুভ্রদীপ ঘোষ এই বিদ্যালয় থেকেই মাধ্যমিক পাশ করে ২০২১ সালে ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অর্জন করে ২০২৩ এ উচ্চমাধ্যমিকে ৪৭৭ নম্বর পায় এবং নীট পরীক্ষায় ১৯৩ অল ইন্ডিয়া র্যাঙ্ক। তার ইচ্ছা ভুবেনশ্বর অল ইন্ডিয়া মেডিকেল সাইন্স থেকে এমবিবিএস পড়া। শুভ্রদীপ বাবা প্রদীপ কুমার ঘোষ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ের শিক্ষক। বাবা-মায়ের প্রচেষ্টা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় আজ এই সাফল্য অর্জন করে বলে দাবি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী এই ছাত্রকে নিয়ে গর্বিত এবং এই ছাত্রকে সামনে রেখে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আরো ভালো সাফল্য পেতে উদ্বুদ্ধ করবেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct