নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: মানিকতলায় সমাজ সংস্কারক সুফি ফতেহ আলি ওয়েসী রহ, এঁর স্মরণে দু’দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম দিন ব্যতিক্রমি ভাবে মসজিদের মধ্যে রক্তদান শিবির হয়। একদিকে মানুষ নামাজ আদায় করছেন আর অন্যদিকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সত্যি কথা বলতে কি এই রকম বিরল দৃশ্য সমাজে খুবই কম দেখা যায়। যেখানে মহিলা পুরুষ সহ বহু রক্তদাতার মধ্যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা বেশি ছিলেন। মসজিদে অনুষ্ঠিত রক্তদান শিবির সচরাচর দেখা মেলেনি। ধর্মীয় প্রগাঢ় পন্ডিত ও সমাজ সংস্কারক পীর ফতেহ আলি ওয়েসী ছিলেন বিদগ্ধ একজন ফারসি কবি। আজকের সভায় রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন বৃহস্পতিবার পীরজাদা তহা সিদ্দিকী, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ও সমাজসেবী শ্রেয়া পান্ডে, কমিটির সেক্রেটারি কুতুবউদ্দিন তরফদার সহ অনেকেই। পীরসাহেবগন বলেন হযরত ফতেহ আলি ওয়েসী হুজুর ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বড়ো একটি উদাহরণ।সেইজন্য তাঁর দরবারে র মসজিদের মত পবিত্র জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। তিনি ছিলেন হিন্দু-মুসলমান সম্প্রদায়ের কাছে একটি মজবুত সেতু। ফুরফুরা শরীফের পীর দাদা হুজুরের পীর ছিলেন বিখ্যাত ফার্সি কবি। সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান রয়েছে। প্রবল শিক্ষিত এই মনীষী বহু কাব্য গ্ৰন্থ রচনা করে সমাজকে ঋদ্ধ করেছেন। দরবারে পালিত হয় ফি বছর প্রয়াত বিধায়ক সাধন পান্ডের স্মরণে রক্তদান ও চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান শিবির। এই শিবিরে এলাকার গরিব কৃতি ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়। অঞ্চলের দুঃস্থদের মশারি ও বহু অসহায় মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।হাজি রহিম বক্স ওয়াকফ স্টেট এর পরিচালনায় ১৩৮ তম ঈসালে সওয়াব অনুষ্ঠিত হয় শেষ দিনে। উপস্থিত হবেন মন্ত্রী, ফুরফুরা শরীফের পীর সহ রাজ্যের বিশিষ্টরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct