নকীব উদ্দিন গাজী, কুলপি, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের বাজার বেরিইয়া কাছে কাঠের সেতু ভেঙে রোগী টোটো উল্টে গেল গুরুতর যখম চারজন কুলপি হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার মানুষ ক্ষুব্ধ প্রশাসনকে জানিও কিছু হয়নি। বেহাল কাটার সেতু দিয়ে ১০ থেকে ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে ।করঞ্জলী গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঝিঙরের খালের উপরে একটি কাঠের সেতু। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এই কাঠের সেতু, একমাত্রই ভরসা একাধিক গ্রামের কয়েক হাজার মানুষের বেহাল কাঠের সেতু দিয়ে জাত আত করতে হয়। বেহাল সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলের ছাত্র-ছাত্র থেকে সাধারণ মানুষ যাতায়াত করছে। গ্রামবাসীদের দাবি এই কাঠের সেতু পাকা করে না দিলে আরো বড় বিপদে পড়তে হবে। ইতিমধ্যে ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ তদন্ত শুরু করে। তবে কবে মিলবে পাকা সেতু, সেদিকেই তাকিয়ে আছে গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct