আপনজন ডেস্ক: চলতি বছর (২০২২ সালে) উমরাহ মৌসুম শুরু হবার পর থেকে ৪০ লাখ মানুষ উমরাহ করার সুযোগ পেয়েছেন। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ ও সাফাক ওয়েবসাইট। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চলতি বছর এখন পর্যন্ত পুরো পৃথিবী থেকে ৪০ লাখ মানুষের জন্য উমরাহর ভিসা অনুমোদন করা হয়।’ ভিসা ইস্যু করার নিরিখে উমরাহ পালনকারীদের সংখ্যা নিরূপণ করা হয়। মন্ত্রণালয়ের ওয়েব সাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে উমরাহ পালনকারীদের সৌদিতে গমন সহজ হয়েছে।
সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জনে ইবাদত পালনকারীদের সৌদিতে সহজে গমন এবং উমরাহহ আদায়ের সুবিধার্থে মানসম্মত সেবার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় তথ্যও প্রদান করা হচ্ছে। আরও বলেছে, উমরাহ পালনকারীরা এখন অনলাইনে উমরাহ ভিসা পেতে পারেন। ‘নুসুক’ এবং ‘মাকাম’ প্ল্যাটফর্মের মাধ্যমেও উমরাহ প্যাকেজ নেওয়া যেতে পারে। ব্যক্তিগত ভ্রমণ এবং ট্যুরিস্ট ভিসায় আসা যাত্রীদের উমরাহ পালন, মসজিদে নববী পরিদর্শন এবং রিয়াজুল জান্নাতে নামাজ আদায় সহজ হয়েছে। নুসুক অ্যাপের মাধ্যমে চাইলে সহজে বুকিং করা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইবাদত পালনকারীদের সুবিধার্থে আকাশ, স্থল এবং সমুদ্র পথে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি উমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। নুসুক অ্যাপটি উমরাহ পালনকারী ও সৌদির ভিসাপ্রাপ্তদের মসজিদে নববী পরিদর্শনের পদ্ধতিগুলিকে সহজভাবে পালনের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক। ২৪ ঘণ্টা অনলাইনের মাধ্যমে এই অ্যাপের সেবা নেওয়া সম্ভব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct