নিজস্ব প্রতিবেদক, ডোমকল, আপনজন: জমি বিবাদে চললো গুলি, ঘটনায় আহত চার,গুলিবিদ্ধ দুই। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল মধুরকুল অঞ্চলের সব্দলপুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় সূত্রে জানাযায় দীর্ঘ দিন ধরে ডোমকলের সব্দলপুর এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে জমি দখলের লড়াই নিয়ে চলছিল সমস্যা। সেই সমস্যা বৃহস্পতিবার আবারও চরমে পৌঁছালে চালানো হয় গুলি। করা হয় বোমাবাজিও। ওই ঘটনায় সাহাবুদ্দিন বিশ্বাস (২৬) এবং মোজাম্মেল বিশ্বাস (৩৫) নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হলে জখম ব্যাক্তিদের উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল মহকুমা হাসপাতালে। গুলি চালানোর অভিযোগ ওঠে প্রতিবেশী ইউসুফ বিশ্বাস, সইদুল বিশ্বাসের দিকে। এই ঘটনার পরে এলাকায় ব্যাপক আতঙ্ক রয়েছে। তবে কি শুধুই জমিবিবাদ না অন্য কোনো কারণ রয়েছে এই ঘটনায় তারি তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct