আপনজন ডেস্ক: ইরানের নারী উদ্ভাবক হাসতি-সাদাত হোসেইনি বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) পুরস্কার জিতেছেন।
একইসাথে তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইনভেন্টরস অ্যাসোসিয়েশনের (আইএফআইএ) উদ্ভাবন মান (আইআইএস) সার্টিফিকেট পেয়েছেন। জেনেভায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রদর্শনীর ৫০তম আসরে তার আবিষ্কার ‘হ্যাস্টিসেল’ এর জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ৪২টি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৪৩টি উদ্ভাবন প্রদর্শনীতে দেখানো হয়। এবারের সংস্করণে ২৮ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেয়। হোসেইনির উদ্ভাবিত ‘হ্যাস্টিকেল’ আইএফআইএ ইনোভেশন স্ট্যান্ডার্ড গ্রেড ‘এ’ পেয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct