আপনজন ডেস্ক: মিরপুর শেরেবাংলার উইকেটে দুই দিনেই শেষ হয়ে গেল দুটি ইনিংস। শুক্রবার দিনের শেষ বেলায় বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। এর আগে সাকিব-তাইজুলের ঘূর্ণিতে ভারত অল-আউট হয়ে যায়। তাদের লিড ৮৭ রানের। দিন শেষে বাংলাদেশ বিনা উইকেটে ৭ রান তুলেছে। শান্ত ৫* এবং জাকির ২* রানে অপরাজিত। বাংলাদেশ পিছিয়ে ৮০ রানে। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২২৭ রানের জবাবে ভারত অল-আউট হয় ৩১৪ রানে। বিনা উইকেটে ১৯ রান নিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। দলীয় ২৭ রানে লোকেশ রাহুলকে (১০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। ফিরতি ওভারে এসে আরেক ওপেনার শুভমান গিলকেও (২০) তাইজুল লেগ বিফোরের ফাঁদে ফেলেই আউট করেন। ৩৮ রানে ২ উইকেট হারিয়ে লড়াইয়ের চেষ্টা করেছিলেন চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। তবে দারুণ ফর্মে থাকা পূজারাকে আজ ২৪ রানেই থামিয়ে দেন তাইজুল। পূজারার ব্যাট-প্যাড ছুঁয়ে আসা ক্যাচ শর্ট লেগে দারুণভাবে তালুবন্দি করেন মমিনুল।
মধ্যাহ্ন বিরতির পর ভারতকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। তরুণ পেসারের বলে উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি হন ৭৩ বলে ২৪ রান করা বিরাট কোহলি। ৯৪ রানে ৪ উইকেট হারায় ভারত। এর পরই পঞ্চম উইকেটে জুটি বাঁধেন ঋষভ পন্থ আর শ্রেয়স আইয়ার। একবার জীবন পাওয়া শ্রেয়স ৬০ বলে তুলে নেন ফিফটি। অন্যদিকে ঋষভ পন্থও ফিফটি পূরণ করেছেন ৪৯ বলে। ভারতের এই তরুণ উইকেটকিপার-ব্যাটার সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ৯৩ রানে মেহেদী মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। ভাঙে ১৫৯ রানের পঞ্চম উইকেট জুটি।এরপরই জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। তার ঘূর্ণিতে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন অক্ষর প্যাটেল (৪)। ফিরতি ওভারে এসেই সেঞ্চুরির কাছাকাছি থাকা শ্রেয়স আইয়ারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। ১০৫ বলে ১০ চার ২ ছক্কায় ৮৭ রানে ফেরেন শ্রেয়স। ভারতের অষ্টম উইকেট পতনও ঘটে সাকিবের ঘূর্ণিতে। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ১২ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। শেষ দুটি উইকেট ভাগাভাগি করেন সাকিব আর তাইজুল। দুজনই ৪টি করে উইকেট নিয়েছেন। ১টি করে নিয়েছেন তাসকিন ও মিরাজ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct