আপনজন ডেস্ক: এবার নিজেদের অর্থনৈতিক ভারসাম্য ও বিশেষ করে ডলারের মজুত বাঁচাতে সোনার বিনিময়ে তেল কেনার পরিকল্পনা করছে ঘানা। এ ব্যাপারে সে্ দেশের
ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাওউমিয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন। এই মুহূর্তে বিশ্বে মন্দায় আন্তর্জাতিক বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহৃত ডলারের চাহিদা বেড়েছে। বিশেষ করে জ্বালানি তেল আমদানি করতে হয়, এমন দেশে ডলারের মজুত কমছে প্রতিনিয়তই। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। এমন এক পরিস্থিতিতে ডলার–সংকট কাটাতে এখন এই পরিকল্পনার কথা জানায় ঘানা। তাদের সরকারি হিসাব অনুযায়ী ২০২১ সালের শেষে ৯৭০ কোটি ডলার মজুত ছিল ঘানায়। গত সেপ্টেম্বর পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার মজুত কমে দাঁড়ায় প্রায় ৬৬০ কোটি ডলারে। হাতে থাকা এই ডলার দিয়ে দেশটি তাদের তিন মাসের আমদানি ব্যয় পরিশোধ করতে পারবে। এমন পরিস্থিতিতে ২০২৩ সালের শুরু থেকে সোনা দিয়ে আমদানি করা জ্বালানির মূল্য পরিশোধের পরিকল্পনা করছে ঘানা। এ বিষয়ে ঘানার ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাওউমিয়া বলেন, ‘সরকারের নেওয়া নতুন নীতি আমাদের বিনিময় ব্যবস্থায় পরিবর্তন আনবে। এতে করে দেশীয় মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন অনেকটা হ্রাস পাবে। সোনা দিয়ে তেল আমদানি করলে মুদ্রা বিনিময় হার সরাসরি জ্বালানি বিলের ওপর প্রভাব ফেলবে না। কারণ, দেশীয় বিক্রেতাদের তেল বা তেলজাতীয় পণ্য আমদানিতে তখন আর বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। সোনা দিয়ে তেল আমদানি বিনিময়ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct