আপনজন ডেস্ক: শুক্রবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত ধর জেলার কাামল মওলা মসজিদ কমপ্লেক্সে সমীক্ষার কাজ শুরু করেছে। এক ডজনেরও বেশি সদস্যের এএসআই দলটি সকালে পুলিশ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে কমপ্লেক্সে পৌঁছায়।টিম দুপুর পর্যন্ত কাজ করে, বিকেলে আসরের নামাজের আগেই চলে যায়। শনিবার দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা চালানো হবে। গত ১১ মার্চ মধ্যপ্রদেশ হাইকোর্ট এএসআইকে ছয় সপ্তাহের মধ্যে ওই চত্বরে সমীক্ষা চালানোর নির্দেশ দিয়ে বলে, এর প্রকৃতি ও চরিত্রকে ‘রহস্য উন্মোচন করতে হবে এবং বিভ্রান্তির শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে’। হিন্দুদের কাছে এটি দেবী বাগদেবীকে (সরস্বতী) উৎসর্গীকৃত একটি মন্দির, অন্যদিকে মুসলমানদের জন্য এটি কামাল মওলা মসজিদের স্থান। ২০০৩ সালের একটি চুক্তি অনুসারে, হিন্দুরা মঙ্গলবার পুজো করে এবং মুসলমানরা শুক্রবার নামাজ পড়ে। ধরের পুলিশ সুপার মনোজ কুমার সিং জানিয়েছেন, তিনি এএসআই আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন এবং ধর্ম সংক্রান্ত কাজকর্মের পর্যাপ্ত ব্যবস্থা করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct