সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের ভোগালি ও ভুমরু গ্রামের সংযোগকারী সেতুর বেহাল দশা। বাগজোলা খালের উপর নির্মিত কাঠের সেতু দিয়ে যাতায়াত করেন ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোগালি এবং ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুমরু গ্রামের কয়েক হাজার মানুষ। এছাড়া পার্শ্ববর্তী জামিরগাছি, কাটাডাঙ্গা প্রভৃতি গ্রামের মানুষ ব্যবহার করেন সেতুটি।
“আপনজন” প্রতিনিধি গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে গিয়ে দেখেন সেতুটির কাঠের পাটাতন ভেঙে খালের জলে ভেসে গেছে। যেকোনো মুহূর্তে যে কেউ খালে পড়ে যেতে পারেন। জীবনের ঝুঁকি নিয়েই বাধ্য হয়ে যাতায়াত করছেন এলাকার কৃষক-শ্রমিক, শিক্ষার্থীরা। ঘুরপথে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তাতে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়।
“আপনজন প্রতিনিধি সেতু দিয়ে যাতায়াতকারী কয়েকজনের সঙ্গে কথা বলেন এদিন। এলাকার মানুষ চান দ্রুত কংক্রিটের সেতু নির্মাণ করা হোক। ভুমরু গ্রামের বাসিন্দা আবু সালমান “আপনজন” প্রতিনিধি কে বলেন, প্রশাসন কে অনুরোধ করছি সেতু টি আপাতত সারাই করা হোক। তারপর যত তাড়াতাড়ি সম্ভব কংক্রিটের সেতু নির্মাণ করা হোক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct