নিজস্ব প্রতিবেদক , অরঙ্গাবাদ, আপনজন: ভাঙাচোরা বাড়িতে বসবা করলেও আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত অসহায় কয়েকটি পরিবার। কেউ টালির বাড়িতে বসবাস করেন, আবার কেউ টিনের বাড়িতে। মাটির ঘরে কোনরকমে চালা করে বসবাস করছেন বিধবা-অসহায় মহিলারা। বর্ষাকাল আর শীতকালে বেশিরভাগ রাত্রি কষ্ট করেই জীবন কাটাতে হয় তাদের। বৃষ্টির ফোঁটা ফোঁটা জলে মধ্যরাতে ঘুম ভাঙ্গে যায় শিশু ও বয়স্ক মহিলাদের। আর তাদেরই নাম নাকি আবাস যোজনার তালিকা থেকে বাতিল করা হয়েছে, হ্যা, এমনই চিত্র লক্ষ করা গেলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে।শুধু সামশেরগঞ্জ ব্লকেই নয়, আশপাশে সুতি, ফারাক্কা সহ বিভিন্ন ব্লকেই ঘটেছে এই ঘটনা।সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত চাচন্ড গ্রাম পঞ্চায়েতের ভবানীবাটি গ্রামের রুমেলা বিবি, কোহিনূর বিবি, চেনবাণু বেওয়াদের অভিযোগ, মাটির বাড়িতে কোনরকমে বসবাস করছি। টালি আর টিনের বাড়িতে বসবাস। ইন্কুয়েরি করার পরেও কিভাবে আমাদের নাম বাতিল করা হয়। আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য কারা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অসহায় বিধবা মহিলা গুলো। ভবানীবাটি গ্রামের স্বামী হারা চেনবানু বেওয়ার দাবি, দুই সন্তান নিয়ে টালির বাড়িতে বসবাস। কদিন আগে ছবি এবং ইনকুয়েরী করা হলেও এখন শুনছি নাম বাতিল হয়ে গিয়েছে!সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিকদারপুর গ্রামের কদম বানু নামে এক বিধবা মহিলার দাবি, ২০২২ সালে আবাসের তালিকায় নাম থাকলেও ২০২৪ এ তালিকায় নাম নেই। ভাঙাচোরা টালির বাড়িতে বসবাস করেও কেন নাম নেই তালিকায় তা নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct