আপনজন ডেস্ক: ৬৩—জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে এ কয়টি ম্যাচ এখন পর্যন্ত খেলেছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই জয়-পরাজয়ের অনুপাতে জিম্বাবুয়ের চেয়ে অনেক অনেক এগিয়ে তারা। আজ বুলাওয়েতে ম্যাচের আগে ওয়ানডেতে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২০ সালের নভেম্বরে, রাওয়ালপিন্ডিতে। টাই হওয়া সেই ম্যাচে সুপার ওভারে জিতেছিল জিম্বাবুয়ে। কিন্তু ম্যাচের আনুষ্ঠানিক ফলে ‘টাই’ই লেখা থাকবে সেটা।
সেটাকে টাই হিসাব করলে আজকের আগে পর্যন্ত খেলা ৬২ ম্যাচের ৫৪টিতে জিতেছে পাকিস্তান, টাই হয়েছে তিনটি ম্যাচ, জিম্বাবুয়ে জিতেছে পাঁচটিতে। এই হিসেবে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ সর্বশেষ হেরেছে ২০১৫ সালে। হারারের সেই হারের ৯ বছর পর এবার বুলাওয়েতে হারল পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ম্যাচটি ৮০ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৪০.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। ৫২ বলে ৫ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন রিচার্ড এনগারাভা। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন আগা সালমান ও অভিষিক্ত ফয়সাল আকরাম। একটি করে উইকেট নিয়েছেন আমির জামাল, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফ।
২০৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ২১ ওভারে ৬০ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। এরপর আসে বৃষ্টি। খেলাই আর শুরু হতে পারেনি। ডিএলএসের হিসাবে তখন জয় থেকে ৮০ রানে পেছেন পাকিস্তান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct