আপনজন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের পর্যটন শহর ভ্যাং ভিয়েংয়ে বিষক্রিয়ায় আরো এক পর্যটকের মৃত্যু হয়েছে। ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই পর্যটকের নাম বিয়ানকা জোনস। এ নিয়ে দেশটিতে বিষক্রিয়ায় চতুর্থ পর্যটকের মৃত্যু হল। সন্দেহ করা হচ্ছে মিথানলযুক্ত পানীয় পানে তাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিয়ানকা জোনসের পরিবার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ গণমাধ্যমকে জানিয়েছিল, ভ্যাং ভিয়েং শহরে একজন আমেরিকানের মৃত্যু হয়েছে।
তাছাড়া ১৯ এবং ২০ বছর বয়সী দুই ড্যানিশ নারীও লাওসে গত সপ্তাহে মারা গিয়েছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তাদের মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। তবে সংবাদ প্রতিবেদন এবং অনলাইনে অন্যান্য পর্যটকদের সাক্ষ্য থেকে ধারণা করা হচ্ছে, এই পর্যটকরা মিথানলযুক্ত পানীয় বা মদ পান করেছিলেন। এই পদার্থ প্রায়ই ভেজাল মদে পাওয়া যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct