নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত। শুক্রবার ইডি ‘র বিশেষ আদালত বাকিবুর রহমানকে ১০ দিনের জন্য দুবাই যাওয়ার অনুমতি দেয়।২৫ শে নভেম্বর বাকিবুর রহমান দুবাই যেতে পারবেন। কিন্তু তাকে ফিরে আসতে হবে ৫ ডিসেম্বর। আদালতের শর্ত মেনে দুবাই থেকে ফিরে ছয় ডিসেম্বর জমা দিতে হবে পাসপোর্ট। রেসিডেন্সিয়াল ভিসার পুন:নবীকরণ করতে দুবাই যেতে আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি। আদালতের শর্তে এও রয়েছে দুবাই যাওয়ার আগে কেন্দ্রীয় এজেন্সি তথা ইডির তদন্তকারী অফিসারের কাছে তার মোবাইল ফোন রেখে যেতে হবে। এর আগে আদালতে ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয় রেশন বন্টন দুর্নীতির কালো টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই কালো টাকা মূলত দুবাইয়ে বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি । বুধবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত বকিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে দুবাইয়ের ব্যবসা ও সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বিদেশযাত্রার আবেদন করেন। বৃহষ্পতিবার সেই আবেদনের শুনানি হয়। ইডি’ র আইনজীবীরা এতে আপত্তি জানায়। তাঁরা দাবি করেন,বাকিবুরের দুবাইয়ের সম্পত্তি হস্তান্তর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হে বিদেশে গিয়ে মামলা সংক্রান্ত নানা তথ্যপ্রমাণ নষ্ট করতে পারে। ইডির আইনজীবীদের স্পষ্ট দাবি বাকিবুর প্রভাবশালী। জেলা প্রজাতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ। এদিকে বাকি ভোটের আইনজীবীদের পাল্টা দাবি, বাকি বোর্ডের প্রেসিডেন্সিয়াল ভিসা রয়েছে সেটা নবীকরণ করতে হবে। বিদেশে না গেলে তা বাতিল হয়ে যাবে। এছাড়া সেখানে তার দুটো সম্পত্তি রয়েছে। শর্ত অনুযায়ী সেই সম্পত্তির দলিল দুবাই সরকারের কাছে পেশ করতে হবে। ইডি আইনজীবীরা আদালতে দাবী করেন দুর্নীতির কালো টাকায় যেসব সম্পত্তি কেনা হয়েছিল সেই টাকা বাংলাদেশ থেকে হাওলা মার ফত দুবাই পৌঁছেছিল। ভীষণ বন্টন দুর্নীতির ঘটনায় অন্যতম মূল চক্রী বাকিবুর। দুপক্ষের বক্তব্য শোনার পর অবশেষে সিবিআইয়ের বিশেষ আদালত ৮ নভেম্বর সেই আবেদন মঞ্জুর করেছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct