আপনজন ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোর্দেস্তানের সাড়ে সাত হাজার বছরের পুরনো ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। প্রদেশের তালভার বাঁধে আংশিকভাবে নিমজ্জিত একটি সাইট কেশলাক তাপে’তে কাজ করা প্রত্নতাত্ত্বিকরা এই সাংস্কৃতিক নিদর্শন উন্মোচন করেছেন।
বিজারের কেশলাক তাপেতে কাজ করা প্রত্নতাত্ত্বিক দলের প্রধান মাহনাজ শরিফি রোববার চতুর্থ ধাপের গবেষণা মৌসুম শেষ করার ঘোষণা দিয়েছেন। খবর বার্তা সংস্থা আইএসএনএ এর। তিনি জানান, সাইটের নীচের ঢালগুলি নিমজ্জিত থাকাকালীন শিখরটি খননের জন্য উপযুক্ত থাকে।
শরিফি ব্যাখ্যা করে বলেন, নিকটবর্তী কেশলাক গ্রামে ১৪ মিটারেরও বেশি সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রয়েছে। স্থানটিতে খ্রিস্টপূর্ব ৫ম সহস্রাব্দ পর্যন্ত বসবাসের প্রমাণ পাওয়া গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct