অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। মূলত গ্রামের মহিলারা এদিন পানির জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনায় আটকে পড়ে রাজ্য সড়কের উপর দিয়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ব্লক প্রশাসনের কর্মকর্তারা। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঁতুলতলা মোড় এলাকার ঘটনা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার পানীয় জলের সংস্থান বলতে ছিল গুটিকয়েক মার্ক-টু। কিন্তু সেগুলো দীর্ঘদিন ধরেই বিকল হয়ে রয়েছে। স্বভাবতই জলের অন্য কোন উৎস না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে সাবমার্সিবল এর জল এনে কোনক্রমে দৈনন্দিন কার্য সম্পন্ন করতে হচ্ছে তাদের। বিষয়টি বারবার স্থানীয় প্রশাসনের নজরে আনলেও কোন লাভ হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। এর ফলে স্বভাবতই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে যান তপন থানা ও ব্লক প্রশাসনের কর্মকর্তারা। তাঁদের আশ্বাসে উঠে যায় অবরোধ স্বাভাবিক হয়ে পরিস্থিতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct