আপনজন ডেস্ক: আগামী ৩১ মার্চ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ মার্চ নিজের বাসভবনে পড়ে গিয়ে কপালে বড় ধরনের চোট পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং এ কারণে তিনি প্রচারে অনুপস্থিত রয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল সুপ্রিমো ৩১ মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। নদিয়া জেলার কৃষ্ণনগরের ধুবুলিয়ায় প্রথম জনসভা করবেন তিনি। সেখানে তিনি তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র এবং রানাঘাটের প্রার্থী মুকুট মণি অধিকারীর হয়ে প্রচার করবেন। ১ এপ্রিল বহরমপুরে ইউসুফ পাঠান সহ মুর্শিদাবাদের আরও দুই তৃণমূল প্রার্থীর হয়ে জনসভা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার মাথায় ব্যান্ডেজ এখনও খুলে ফেলা হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct