আপনজন ডেস্ক: আল নাসর কি তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়াই বেশি ভালো? আল নাসরের হয়ে রোনাল্ডোর পরিসংখ্যান অবশ্য সে কথা বলছে না। কিন্তু গতকাল রাতে রোনাল্ডোকে ছাড়াই আল নাসর যা করে দেখাল, তা দেখে কেউ চাইলে এমন প্রশ্ন তুলতেই পারেন।
সৌদি প্রো লিগে রোনাল্ডোবিহীন আল নাসর আল আকদৌদকে হারিয়েছে ৯–০ গোলের বিশাল ব্যবধানে। দলের বিশাল এ জয়ে একাই ৪ গোল করেন সাদিও মানে। সাবেক এই লিভারপুল তারকা প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে করেন আরও তিন গোল।
সৌদি প্রো লিগে রোনাল্ডোর আল নাসরের লিগ জেতার সম্ভাবনা শেষ হয়ে গেছে আরও আগেই। এখন লড়াইটা সেরা তিনের মধ্যে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করার। যেখানে ৩১ পয়েন্ট নিয়ে বর্তমানে দুই নম্বরে আছে আল হিলাল।
এরপর তিনে থাকা আল নাসরের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। আল নাসরের সঙ্গে সেরা তিনে থাকা লড়াইয়ে আছে আল কাদসিয়া ও আল আহলি। কাদসিয়ার পয়েন্ট ৩১ ম্যাচে ৬২ আর আল আহলির ৩১ ম্যাচে ৬১। অর্থাৎ বাকি তিন ম্যাচে একটু এদিক–সেদিক হলেই আল নাসরকে ছিটকে যেতে হতে পারে চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকে।
সেরা তিনে থাকার লড়াই সামনে রেখেই আল নাসর মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকা আল আকদৌদের। ক্লান্তির কারণে এই ম্যাচে রোনাল্ডোকে বিশ্রাম দিয়ে দল সাজান কোচ স্টেফানো পিওলি। ১৬ মিনিটে আয়মান ইয়াহার গোলে লিড নেয় ক্লাবটি। চার মিনিট পর দ্বিতীয় গোল করেন জন দুরান। ২৭ মিনিটে মার্সেলো ব্রোজোভিচ করেন ম্যাচের তৃতীয় গোল। বিরতির আগমুহূর্তে আরও এক গোল করে ব্যবধান ৪–০ করেন মানে।
বিরতি থেকে ফিরে আল নাসর আরও ভয়ংকর হয়ে উঠে। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন। এরপর ৫৯ ও ৬৪ মিনিটে আরও গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মানে। তবে সেখানেই থামেননি সেনেগালের এই তারকা ফুটবলার।
৭৪ মিনিটে নিজের চতুর্থ ও দলের অষ্টম গোল করেন। আর যোগ করা সময়ে আল নাসরকে রেকর্ড গড়া নবম গোলটি এনে দেন মোহাম্মদ মারান। এটি আল নাসরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে দলটির সবচেয়ে বড় ব্যবধানে জয়টি ছিল ৮–০ গোলের। গত মৌসুমে আবহার বিপক্ষে এই জয় পেয়েছিল তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct