আপনজন ডেস্ক: কলেজ স্কোয়ারে ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীদের অবস্থান - বিক্ষোভ কর্মসূচির শেষ দিনে চাকরিপ্রার্থীরা মুখে কালি মেখে, হাতে নানা পোস্টার নিয়ে স্লোগান তুলে প্রতিবাদ জানালেন। চাকরিপ্রার্থী মোহিত করাতি বলেন একসময়ের শিক্ষা - সংস্কৃতির কেন্দ্র পশ্চিমবঙ্গে আজ শিক্ষার অন্ধকারময় যুগ চলছে, তাই আমরা মুখে কালি মেখে প্রতিবাদ জানাচ্ছি। পঞ্চাশ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রসঙ্গে শিক্ষাদপ্তর থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী নির্দেশ না দিলে শূন্যপদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানো যাবেনা। অথচ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলেও উনি কোনও বার্তা দিচ্ছেন না।
তিনি আরও বলেন, যে শিক্ষা দপ্তরে আমরা প্রতীকী তালা ঝুলিয়ে দিয়েছিলাম এবারে সেই দপ্তর বন্ধ করবার ডাক দিতে আমরা বাধ্য হব। মোহিত কারতির বক্তব্য, ২০১৭ টেটের পর ২০২২ সালে টেট পরীক্ষা হয়েছিল কিন্তু ২০২৫ সাল চললেও এখনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না ,আর কত ধৈর্য্য ধরবো আমরা?
এদিনের অবস্থান মঞ্চে উপস্থিত হয়েছিলেন ‘ উস্থি ‘ও ‘নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি’ র সদস্যরা ,সাথে ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষক কাজী মাসুম আখতার। তাঁরাও আগামীদিনে এই আন্দোলনের পাশে থাকবার বার্তা দিয়েছেন। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন টালবাহানা বন্ধ করে অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হলে আগামীদিনে প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ শিক্ষা দপ্তর ঘেরাও করবার ডাক দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct