জিয়াউল হক, সপ্তগ্রাম, আপনজন: শুক্রবার সকাল দশটা নাগাদ সপ্তগ্রাম বিধানসভার সিনেট বিশালক্ষী মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করলেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগের সাংসদকে পাঁচ বছরে পাওয়া যায়নি। কিন্তু আমি সংসদ হলে মানুষ সব সময় পাশে পাবে আমাকে। তিনি বলেন, আমি গর্বিত আমাকে হুগলিতে টিকিট দেওয়া হয়েছে। রচনাকে দেখার জন্য ৮ থেকে ৮০ সকলেই ভিড় করছে রাস্তা থেকে মাঠে-ঘাটে সর্বত্র। নির্বাচনে দাাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে দিদি নাম্বার ওয়ান জিতলে মানুষকে পুরস্কৃত করা হতো, আমি যদি লোকসভা জিতি তাহলে হুগলির মানুষকে আমিও পুরস্কৃত করব। পুরস্কার হবে উন্নয়ন সাধারণ মানুষের পাশে থাকা ও সাধারণ মানুষকে ভালো রাখা। হুগলির উন্নয়নের মাধ্যমে রাজনীতির ময়দানে আগামী দিনে দেখা যাবে কে কতটা খাঁটি রাজনীতিবিদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct