সজিবুল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: একাদশ শ্রেণীতে ভর্তির ফি বেশি নেওয়ার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের জলঙ্গীর ভাদুরিয়া পাড়া বাজারে।স্কুল সূত্রে জানাযায় ইলেভেনে ভর্তি ফি আটশো টাকা নেওয়ার প্রতিবাদে জলঙ্গী বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ছাত্ররা দাবি করেন যে সমস্ত সরকারি স্কুলের ভর্তি ফি কম হলেও আমাদের টিকরবারিয়া কে এন হাই স্কুলে বেশি টাকা নিচ্ছে তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় জলঙ্গী থানার পুলিশ পৌঁছিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন ও পরিস্থিতি স্বাভাবিক করেন।ঘটনায় টিকরবাড়িয়া কে এন হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি মিলন ইসলাম বলেন আগের কমিটি রেজুল্যাশন করে নির্ধারিত করা হয়েছিল ভর্তি ফি।এই মুহূর্তে ভর্তি ফি কমানোর বিষয়ে আলোচনা করা হলেও এখনো কমছে না একাদশ শ্রেণীর ভর্তি ফি।রাস্তা অবরোধ হওয়ায় দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়।এলকাবাসী সহ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct