আপনজন ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে চলমান যুদ্ধ পরিস্থিতিকে “জাতীয় সংকটের সময়” বলে অভিহিত করে সেনাবাহিনীর প্রতি সংহতি প্রকাশ করেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর মনোবল অটুট রাখতে এসডিপিআই তাদের সমস্ত প্রকাশ্য কর্মসূচি—যেমন জনসভা, মিছিল ও অন্যান্য গণ-আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পশ্চিমবঙ্গ এসডিপিআই-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন, “যখন সীমান্তে গোলাগুলি চলছে, তখন গোটা দেশ যুদ্ধের মুখোমুখি। ভারতীয় সেনাবাহিনী দেশের ১৪২ কোটি মানুষের সুরক্ষার জন্য যে আত্মত্যাগ ও বীরত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, “এই জাতীয় সংকটে সমস্ত রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতিগত ঐক্য গড়ে তোলা জরুরি। সেনাবাহিনীর প্রতি একনিষ্ঠ সমর্থন ও সংহতিই এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।”
হাকিকুল ইসলাম জানান, গুজব, বিভাজনের রাজনীতি বা বিদ্বেষমূলক বক্তব্য যেন পরিস্থিতিকে আরো উত্তপ্ত না করে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতের সার্বভৌমত্ব, সংবিধান এবং জনগণের নিরাপত্তার প্রশ্নে এসডিপিআই কখনও আপস করেনি, ভবিষ্যতেও করবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct